মো: নাজিম উদ্দিন/ মো: মোশাররফ হোসেন মনিরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা পুরষ্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি, শিশু সমাবেশ করে মুরাদনগর উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার পরিষদ প্রঙ্গন থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে কবি নজরুল মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন করে। শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরন, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
সহকারি প্রধান শিক্ষক এএমএম মজিবুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মোসাম্মৎ রাশেদা আক্তার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার হারুন-আর-রশিদ, উপজেলার কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবুল মুনসুর মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, শিক্ষা অফিসার এ,এন,এম মাহবুব আলম, আ’লীগের সহ:সভাপতি বাবু স্বপ্ন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবু সায়েম, সমবায় কর্মকর্তা উমরফারুক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজী ইল হক চৌধুরী, সহ:শিক্ষা অফিসার আনোয়ার চৌধুরী, নাজমুল হক সিকদার, তুহিন কান্তি দাস, সায়মা সাবরিন, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম প্রমুখ।