ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে বনভোজনের টাকা দিয়ে দরিদ্রদের খাবার দিলেন পাঁচ শিক্ষার্থী

মনির খাঁন, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কাজী সাইয়ামাতুন, ইসরাত জাহান পুতুল, নুসরাত জাহান ইলমা, সাদিয়া ইসলাম সুমি ও জুবেদা আক্তার মিলে বনভোজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব ও লকডাউনের কারনে পাঁচ বান্ধবির যাওয়া হলোনা বনভোজনে। আর সেই জমানো টাকা দিয়ে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শতাধীক দরিদ্রর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার বাদ জুম্মা ইউনিয়ন পরিষদের সামনের দরিদ্র পথচারীদেও মাঝে রান্না করা খাবার, পানি, মার্ক্স ও নগদ অর্থ বিতরণ করে পাঁচ বান্ধবি।

পাঁচ শিক্ষার্থী জানান, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা জমিয়ে একত্রিত করে আবারো তারা এ কাজে মাঠে নামার ঘোষনা দিয়ে বলেন, বাংলাদেশে বিত্তশালী বা ধনীর সংখ্যা একেবারে কম না। বিত্তশালীরা এগিয়ে আসলে অভাবী মানুষদের এ রকম করুণ অবস্থা হবার কথা নয়। আমাদের আহ্বান থাকবে, শুধুই সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেরাই এগিয়ে আসুন। অসহায়দের পাশে দাঁড়ান।

কাজী সাইয়মাতুন ইফাতার বাবা সাংবাদিক কাজী শারফিন শাহ্ তাদের এই ভালো কাজের মন মানসিকতা দেখে তাহার মেয়ে এবং মেয়ের সকল বান্ধুবীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

মুরাদনগরে বনভোজনের টাকা দিয়ে দরিদ্রদের খাবার দিলেন পাঁচ শিক্ষার্থী

আপডেট সময় ১২:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১

মনির খাঁন, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কাজী সাইয়ামাতুন, ইসরাত জাহান পুতুল, নুসরাত জাহান ইলমা, সাদিয়া ইসলাম সুমি ও জুবেদা আক্তার মিলে বনভোজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব ও লকডাউনের কারনে পাঁচ বান্ধবির যাওয়া হলোনা বনভোজনে। আর সেই জমানো টাকা দিয়ে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শতাধীক দরিদ্রর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার বাদ জুম্মা ইউনিয়ন পরিষদের সামনের দরিদ্র পথচারীদেও মাঝে রান্না করা খাবার, পানি, মার্ক্স ও নগদ অর্থ বিতরণ করে পাঁচ বান্ধবি।

পাঁচ শিক্ষার্থী জানান, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা জমিয়ে একত্রিত করে আবারো তারা এ কাজে মাঠে নামার ঘোষনা দিয়ে বলেন, বাংলাদেশে বিত্তশালী বা ধনীর সংখ্যা একেবারে কম না। বিত্তশালীরা এগিয়ে আসলে অভাবী মানুষদের এ রকম করুণ অবস্থা হবার কথা নয়। আমাদের আহ্বান থাকবে, শুধুই সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেরাই এগিয়ে আসুন। অসহায়দের পাশে দাঁড়ান।

কাজী সাইয়মাতুন ইফাতার বাবা সাংবাদিক কাজী শারফিন শাহ্ তাদের এই ভালো কাজের মন মানসিকতা দেখে তাহার মেয়ে এবং মেয়ের সকল বান্ধুবীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।