মো. নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
‘‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় বীমা দিবস।
মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহ অফিসার অভিষেক দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মাইনউদ্দিন আহাম্মেদ সোহাগ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকতার্ রমেন কুমার সাহা, উপজেলা সিণিয়র মৎস কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা, এজেন্ট ও মাঠ কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
জাতীয় বীমা দিবস উপলক্ষে বীমা সম্পর্কে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।