রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
বাউল শিল্পী আবুল সরকারের মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে মুরাদনগরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বাদ আছর মুরাদনগর ইসলামী চত্বরে কওমি তরুণ উলামা পরিষদের আয়োজনে হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শূরা সদস্য মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের উপদেষ্টা মুফতি সাদিকুল ইসলাম, মুফতি মানসুর কবির ও মুফতি আমির হুসাইন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মহান স্রষ্টাকে অবমাননা সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে এবং সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হয়। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনগত কঠোরতা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিভিন্ন ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের শূরা সদস্য মাওলানা আশরাফ মাহমুদ, মুফতি মাহমুদ হাসান, মুফতি যোবায়ের সাইফুল্লাহ এবং মাওলানা রাশেদুল ইসলাম। তাঁরা বলেন, ধর্মীয় অবমাননা সমাজে অশান্তি ও বিভ্রান্তি তৈরি করে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা এবং দায়িত্বশীলতার সঙ্গে আইনি প্রতিক্রিয়া—উভয়ই প্রয়োজন।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা আবু সালেহ, মাওলানা নুরুজ্জামান, ক্বারী আব্দুল কাইয়ূম, মুহা. নাজমুল হাসান আমজাদ, মুহা. তফাজ্জল হোসেনসহ স্থানীয় আলেম–উলামা, মসজিদ-মাদ্রাসার শিক্ষক ও সাধারণ মুসল্লিগণ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ এই মানববন্ধন ধর্মীয় মূল্যবোধ রক্ষার প্রতি জনগণের সুস্পষ্ট অবস্থান প্রকাশ করেছে। ভবিষ্যতে অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা আরও কর্মসূচি ঘোষণা করবেন।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 










