এম কে আই জাবেদ|
২৩শে ফেব্রুয়ারী ২০১৫(মুরাদনগর বার্তা ডট কম):
মুরাদনগর উপজেলার শ্রীকাইল হিলফুল ফুজুল কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও বৃত্তি প্রাপ্ত কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান রবিবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বেগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী মোঃ ফজলুল বারী নূরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক শিকদার, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, শ্রীকাইল কে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ আতিকুর রহমান।
স্কুলের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার,কথা-সাহিত্যিক মোঃ আবদুছ সাত্তার,মোঃ বজলুর রহমান, কাজী লোকমান হাকিম, কাজী মোঃ হাবিবুর রহমান এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, সহ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর নূর, মোঃ আম্বর আলী সরকার,মোঃ রফিকুল ইসলাম, রোয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি রাণী, সাংবাদিক এম কে আই জাবেদ প্রমুখ।