সৈয়দ রাজিব আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাথী পাল ও সিনিয়র সহকারি শিক্ষক দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি টির্চাস ট্রেনিং কলেজের প্রশিক্ষক শামসুদ্দিন আহমেদ তালুকদার, বিশিষ্ঠ শিক্ষানুরাগী বদরুন নাহার, দক্ষিন মুরাদনগর কল্যান সমিতির উপদেষ্টা সুরাইয়া ইসলাম, সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ভিপি জাকির হোসেন ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ রাজিব আহম্মদ, উপজেলা আ’লীগ নেতা গোলাম মোস্তফা নিপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন সরকার প্রমুখ।