মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাইফুল ইসলাম শাহআলম নামের এক বিকাশ ব্যাবসায়ীকে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় ব্যাবসায়ীর ছোট ভাইকেও পিটিয়ে আহত করে।
রবিবার সকাল ৯টায় পরমতলা পশ্চিম পাড়া গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
বিকাশ ব্যাবসায় সাইফুল ইসলাম শাহ অলম(৪০) ধামঘর ইউনিয়নের পরমতলা পশ্চিম পাড়া গ্রামের বাশির আহাম্মদ মাস্টারের ছেলে। আহত ছোট ভাই হলো নাঈম সরকার(২৫)।
ব্যাবসায়ী সাইফুল ইসলাম শাহআলম অভিযোগ করে বলেন, পাশের বাড়ীর মৃত্যু আজগর আলীর ছেলে জয়নাল আবেদীনের(৩৫) সাথে আমার দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। প্রতি দিনের মতো রবিবার সকালে বাড়ী থেকে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও বিকাশ ব্যাবসায় ব্যবহিত মোবাইল ফোন নিয়ে মুরাদনগর উপজেলা সদরের নিজ ব্যাবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হলে দেখি জয়নাল আমার জমিতে মাটি ভরাট করে বাউন্ডারী ওয়াল নির্মান করার পায়তারা করছে। এতে আমি বাধা প্রদান করলে জয়নালের নেতৃত্বে এক দল সন্ত্রাসী আমার উপর হামলা চালায় ও কুপিয়ে আহত করে। আমার চিৎকারে আমার ছোট ভাই এগিয়ে আসলে তাকেও পিঠিয়ে আাহত করে। পরে স্থানীয় আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরো জানান, তখন আমার কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণ অলংকার লোট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সন্ত্রাসী হামলার ঘটনায় মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল পরির্দশন করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ অহাম্মদ জানান, এ বিষয়ে একটি লিখিত পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।