আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার:
“এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং ইত্যাদি বিষয়ে প্রতিরোধ সচেতনতা সৃষ্টি করা” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা।
বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তেন শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঙ্গরা বাজার থানা আয়াজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সভা অনিুষ্ঠিত হয়। বাঙ্গরা বাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) অমর চন্দ্র ঘোষসহ বাঙ্গরাবাজারের বিভিন্ন শ্রেণীপেশার জনগণ উপস্থিত ছিলেন। ।