মোঃ সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর থানার বিট পুলিশিং ও ওসির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামাদ মঝির সভাপতিত্বে এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান।
এসময় তিনি বলেন, নানা অপরাধের মূল হোতা হচ্ছে মাদক আর মাদক পরিহার করতে পারলে সমাজে বড় পরিবর্তন আসবে। একটি সুন্দর দেশ এবং সমাজকে নষ্ট করতে মাদকই যতেষ্ঠ। যারা মাদক বিক্রয় করে এবং সেবন করে তারা হচ্ছে এই দেশের সবচেয়ে বড় শত্রু। আর মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেনীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। তাই মাদক ব্যবসায়ী ও সেবনকারীর ব্যাপারে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। আপনারা তথ্য দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারবে বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে।
মুরাদনগরে আপনাদের সেবা করতে এসেছি যেকোনো প্রয়োজনে এ উপজেলার সর্বস্তরের মানুষকে সেবা দিতে প্রস্তুত মুরাদনগর থানা পুলিশ। পুলিশকে তথ্য দিবেন পুলিশ আপনাদের নাম পরিচয় গোপন রেখে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, এসআই সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, পাহাড়পুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন সরকার, যুবলীগের সহ-সভাপতি লিটন সরকার, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ইউ’পি সদস্য মোর্শেদ আলম, নির্মল সেন গুপ্ত প্রমুখ।
এসময় এ ইউনিয়নের বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।