মুরাদনগর বার্তা ডেস্ক:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিত্তহীন পরিবারের মাঝে গাভী পালনে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ঋণ বিতরণ করেছে উপজেলা পল্লী উন্নয়ন কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে পল্লী উন্নয়ন কার্যালয়ে এই ঋণ বিতরণ করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, হিসাবরক্ষক পারভেজ, মোহাম্মদ আক্তার মমিন, মাঠ সংগঠক মাহবুব মোল্লা।
সময় উপজেলার শুশুন্ডা গ্রামের ১২টি বিত্তহীন পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে ২ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। পল্লী উন্নয়ন কর্মকর্তা রহমান কুমার সাহা বলেন, দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিত্তহীন পরিবারকে গাভী পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য এ ঋণ বিতরণ করা হয়।