মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
রোজ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটবম):
জাতীয় বিদ্যুৎ সাপ্তাহ উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পর্যায়ে বক্তিতা প্রতিযোগিতার আযোজন করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিস।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো; ছাদেক জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমেন্দ্র নার্থ রায়, মুরাদনগর ডিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাতুন নেছা, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের প্রভাসক মো: ইব্রাহিম খলিল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের সহ:ম্যানেজার মো: সামছুল হক ও প্রবীর বৈরাগীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
নবায়নযোগ্য জ্বলানি দক্ষতা ও জ¦ালানি সংরক্ষন শীর্ষক বক্তিতা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রন করে।