মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা উত্তর পাড়া গ্রামে মঙ্গলবার এক বিধবা সুফিয়া বেগমকে(৪৫) গাছের সাথে বেধে, পিটিয়ে, শরীরের ক্ষত স্থান, নাক মুখ, চোঁখে লবন ও মরিচের গুড়ো দিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
বিধবা সুফিয়া বেগম (৪৫) উপজেলার বি-চাপিতলা উত্তর পাড়া গ্রামের মৃত মুতি মিয়ার স্ত্রী।
জানা যায়, ফেইসবুকের মাধ্যমে পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধায় বাঙ্গরা বাজার থানার এসআই মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থলে জান। তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে সেলিমের মা কৌহিনুর বেগম(৪২) ও ছোট ভাই জীবনকে (১৬) আটক করে।
বিধবা সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে পাশের বাড়ীর আরশ মিয়ার ছেলে সেলিমসহ পরিবারের লোকজন আমাকে গাছের সাথে বেধে মারধর করে। পরে ক্ষত স্থান, চোঁখে মুখেসহ পুর শরীরে রবন ও মরিচের গুরি ঢেলে দেয়। এবং লবন ও মরিচের গুড়ো মিশিয়ে আমার চোঁখে দিয়ে চোঁখ বেধে রাখে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার বিষয়টি আমরা জানতে পেরে তদন্ত করে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।