মোঃ নাজিম উদ্দিনঃ
‘‘জনসংখ্যা ও উন্নয়নে আন্র্Íজাতিক সম্মেলনের ২৫ বছর, প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’’ এই প্রতিপাদ্যকে সামনে কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে বিশ্ব জন্যসংখ্যা দিবস।
এ উপলক্ষে একটি বণ্যার্ঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কাযার্লয় ও মুরাদনগর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতার্ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড সাইফুল ইসলাম কমল।
সহকারী পরিবার পরিকল্পনা কর্মকতার্ হাফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ আলীনুর বশীর, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, সাংবাদিক ও শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, কাজী নোমান আহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক কার্যক্রম বিবেচনায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকসানা পারভীন, পরিবার কল্যান পরিদর্শিকা নার্গিস আক্তার, পরিদর্শক ফরহাদ মোস্তফা, পরিবার কল্যান সহকারী মনোয়ারা বেগমকে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা প্রদান করা হয়।