মো নাজিম উদ্দিনঃ
“Beat Air Pollution’’ ’আসুন বায়ু দূষন রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আলীনুর বশীর, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন (ভিপি), উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, ভেটেনরি সার্জন মাকসুদ আলম, সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী শাহ আলম, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম কিশোর পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ৫হাজার বৃক্ষ রোপনের ঘোষনা দেন।