মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও উৎসবমূখর পরিবেশে বিশ^ পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে একটি বনার্ঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ ইকবাল মুনসুর। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আবুল মানছুর। শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরীর উপস্থাপনায় র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও জান্নাতুল খুলদসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী অলী উল্লাহ সুলতানী। গীতা পাঠ করেন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজনা রানী দেবী।