মাহবুব আলম আরিফঃ
‘‘তোমার তুলনা তুমিই ‘মা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন।
রবিবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী নূর বশীর, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।