মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের উদ্যোগে বনার্ঢ্য র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাক্তার সিরাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনায় অন্যান্যের মধ্যে এমওডিসি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর উপজেলা ম্যানেজার তৌহিদুজ্জামান, টিএলসিএ মনিরা আক্তার, ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক রুমন সাহা, ব্র্যাকের মাঠ সংগঠক তপন কর্মকার, শামীমা বেগম, সোহরাব ইসলাম, শেফালী ভৌমিক, আলতাফ হোসেন, মরিয়ম আক্তার, শেফালী বেগম, সুজিত রায়, রমিজ উদ্দিন, জয়ন্তু ব্যানার্জী, উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও নার্সসহ ব্র্যাকের স্বাস্থ্য সেবিকারা উপস্থিত ছিলেন।