মুরাদনগর বার্তা ডেস্কঃ
বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে কুমিল্লার মুরাদনগরেও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সংবর্ধণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, নির্বাচিত জয়িতা রেবেকা সুলতানা ও রাবিয়া আক্তার প্রমুখ। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটর সোহেল রানা, মুরাদনগর টিভির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
সংবর্ধিত জয়িতারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী নবীপুর গ্রামের রাবিয়া আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী গাইটুলী গ্রামের রহিমা খাতুন, সফল জননী নারী কামাল্লা গ্রামের রমা রানী দেব, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী কুলুবাড়ি গ্রামের নাজমা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী দক্ষিণ দিলালপুর গ্রামের রেবেকা সুলতানা।
সংবর্ধণা অনুষ্ঠানে নির্বাচিত জয়িতাদের উত্তরী পরিয়ে ক্রেষ্ট ও সম্মননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী সুমনা আক্তার ও গীতা পাঠ করেন প্রশিক্ষনার্থী তনুজা পোদ্দার।