ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে উপজেরায় কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির একটি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিম মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর বাস কাউন্টারের পাশে মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে স্থানীয়রা মাছের প্রজেক্টের পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত হালিম মিয়া উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর উত্তর পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে ট্রান্সফরমারের ঢাকনা খুলে তার কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হালিম মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। পরদিন সকালে ট্রান্সফরমারের উপরের অংশ খোলা অবস্থায় দেখে এলাকাবাসী বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানান। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে ট্রান্সফরমারটি মেরামত করে চলে যান। এরপর শনিবার ভোরে বিদ্যুতের খুঁটির নিচের পানিতে হালিমের মরদেহ ভেসে থাকতে দেখে হতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা। পরে তারা দ্রুত বিষয়টি থানায় ও বিদ্যুৎ অফিসে অবহিত করেন।

মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর এজিএম মেহেদী হাসান চৌধুরী বলেন, শুক্রবার সকালে ট্রান্সফরমারের ঢাকনা খোলা দেখে স্থানীয়রা অফিসে খবর দেয়। পরে আমাদের কর্মীরা গিয়ে সেটি মেরামত করে। শনিবার সকালে ট্রান্সফরমারের পাশেই লাশ ভেসে ওঠে, তখন বিষয়টি আমরা জানতে পারি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, শনিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মা এসে লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুরাদনগরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে উপজেরায় কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির একটি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিম মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর বাস কাউন্টারের পাশে মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে স্থানীয়রা মাছের প্রজেক্টের পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত হালিম মিয়া উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর উত্তর পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে ট্রান্সফরমারের ঢাকনা খুলে তার কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হালিম মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। পরদিন সকালে ট্রান্সফরমারের উপরের অংশ খোলা অবস্থায় দেখে এলাকাবাসী বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানান। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে ট্রান্সফরমারটি মেরামত করে চলে যান। এরপর শনিবার ভোরে বিদ্যুতের খুঁটির নিচের পানিতে হালিমের মরদেহ ভেসে থাকতে দেখে হতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা। পরে তারা দ্রুত বিষয়টি থানায় ও বিদ্যুৎ অফিসে অবহিত করেন।

মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর এজিএম মেহেদী হাসান চৌধুরী বলেন, শুক্রবার সকালে ট্রান্সফরমারের ঢাকনা খোলা দেখে স্থানীয়রা অফিসে খবর দেয়। পরে আমাদের কর্মীরা গিয়ে সেটি মেরামত করে। শনিবার সকালে ট্রান্সফরমারের পাশেই লাশ ভেসে ওঠে, তখন বিষয়টি আমরা জানতে পারি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, শনিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মা এসে লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।