ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে ব্রাক্ষণচাপিতলা-কোড়েরপাড় সড়কে ডাকাতি আহত-৩

আবুল কালাম আজাদ:

ব্রাক্ষণচাপিতলা-কোড়েরপাড় সড়কে ডাকাতি সংঘঠিত হয়েছে।

থানায় অভিযোগের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোররাত ৩টায় পেন্নই গ্রামের মনু মিয়ার ছেলে বালু ব্যাসায়ীক আনোয়ার হেসেন ভেকু ডাইভার সুলতান ও দেবিদ্ধার পৌরসভার ভিংলাবাড়ী গ্রামের ভেকু বহনকারী ট্যাক্টর ডাইভার আবুল কালাম আজাদকে নিয়ে বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলহিনিয়া গ্রাম থেকে বাঙরা বাজার থানার কুড়াখাল গ্রামের যাবার পথে ব্রাক্ষণ-চাপতিলা পূর্বপাশ্বে কোড়ের পাড় নামক স্থানে ডাকাতদল তাদের উপর রামদা ও ছুরি অর্তকিত ভাবে হামলা করে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেয়। আশংঙ্কাজনক ভেকু ডাইভার সুলতান ও দেবিদ্ধার পৌরসভার ভিংলাবাড়ী গ্রামের ভেকু বহনকারী ট্যাক্টর ডাইভার আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এব্যাপারে মনু মিয়ার বাদী হয়ে ব্্রাক্ষণ-চাপিতলা গ্রামের অহিদ মিয়ার ছেলে মোঃ রাসেলসহ অজ্ঞাত ৮/১০জনের আসামী একটি ডাকাতির অভিযোগ দায়ের করে।

বাঙরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের তালিকা পেয়েছি। অভিযোক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ##

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্চিত করে নতুন কমিটি ঘোষণা

মুরাদনগরে ব্রাক্ষণচাপিতলা-কোড়েরপাড় সড়কে ডাকাতি আহত-৩

আপডেট সময় ০২:১৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
আবুল কালাম আজাদ:

ব্রাক্ষণচাপিতলা-কোড়েরপাড় সড়কে ডাকাতি সংঘঠিত হয়েছে।

থানায় অভিযোগের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোররাত ৩টায় পেন্নই গ্রামের মনু মিয়ার ছেলে বালু ব্যাসায়ীক আনোয়ার হেসেন ভেকু ডাইভার সুলতান ও দেবিদ্ধার পৌরসভার ভিংলাবাড়ী গ্রামের ভেকু বহনকারী ট্যাক্টর ডাইভার আবুল কালাম আজাদকে নিয়ে বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলহিনিয়া গ্রাম থেকে বাঙরা বাজার থানার কুড়াখাল গ্রামের যাবার পথে ব্রাক্ষণ-চাপতিলা পূর্বপাশ্বে কোড়ের পাড় নামক স্থানে ডাকাতদল তাদের উপর রামদা ও ছুরি অর্তকিত ভাবে হামলা করে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেয়। আশংঙ্কাজনক ভেকু ডাইভার সুলতান ও দেবিদ্ধার পৌরসভার ভিংলাবাড়ী গ্রামের ভেকু বহনকারী ট্যাক্টর ডাইভার আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এব্যাপারে মনু মিয়ার বাদী হয়ে ব্্রাক্ষণ-চাপিতলা গ্রামের অহিদ মিয়ার ছেলে মোঃ রাসেলসহ অজ্ঞাত ৮/১০জনের আসামী একটি ডাকাতির অভিযোগ দায়ের করে।

বাঙরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের তালিকা পেয়েছি। অভিযোক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ##