মাবুব আলম আরিফঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আউশ মৌসুমের নতুন জাত ব্রি ধান ৮২ এবং ব্রি ধান ৮৫ এর ফসল কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার টনকী গ্রামে কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উপজেলা কৃষি অফিসার আল-মামুন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি গাজিপুরের পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, কুমিল্লা ব্রি জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আব্দুল মোতালেব এবং কুমিল্লা ব্রি জেলার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মামুনুর রশীদ । এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুফি আহমেদ, মোশারফ হোসেন সরকার, সাইদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য হানিফ মেম্বার ও টনকী গ্রামের ৭০ থেকে ৮০ জন কৃষক কৃষানী।