এন এ মুরাদ, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগরে স্বেচ্ছায় রক্তদান ব্লাড ব্যাংকের মিলন মেলা অনুষ্ঠিত।
শুক্রবার সকালে কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত ব্লাড ব্যাংক মুরাদনগর শাখার আয়োজনে মিলনমেলায় সভাপতিত্ব করেন মোঃ মেজবাহ উদ্দিন। মিলনমেলার উদ্বোধন করেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
বৃহত্তর ব্লাড ব্যাংক মুরাদনগর শাখার সভাপতি সাইফ উদ্দিন সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল করিম খান ইমন।
অনুষ্ঠানে মানবতার সেবায় অসামান্য অবদানের কৃতিত্বস্বরুপ “বন্ধন” স্বেচ্ছায় রক্তদান সংগঠনের নেতৃবৃন্দের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন ইউএনও অভিষেক দাশ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন – ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন, হুমায়ুন কবির সুমন,সোহেল রানা,মোঃ রুবেল রানা, পি,সি,ডি পলাশসহ প্রমুখ।