আজিজুর রহমান রনিঃ
কুমিল্লা মুরাদনর উপজেলায় ভাতিজা আইয়ুব খানের(২৭) বসত ঘরে আগুন দিয়ে হত্যা করতে না পেরে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত আয়ুব আলীকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আইয়ুব খান উপজেলার কামাল্লা গ্রামের হাজ্বী মুসলেম মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটলে। এতে আটজনের নাম উল্লেখ করে শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোক্ত চাচা সুদন মিয়া দীর্ঘদিন যাবৎ ভাতিজা আইয়ুব খান কে বিভিন্ন ভাবে হয়রানী করার পায়তারা করে আসছেন। ইতো পূর্বে বেশ কয়েকটি মিথ্যা মামলাও করেছেন। গত সপ্তাহে চাচা সুদন মিয়া ভাতিজা আইয়ুব খানকে হত্যার হুমকি দিলে আইয়ুব খান থানায় একটি সাধারণ ডায়ইরী করেণ। এতে করে চাচা সুদন মিয়া আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। অবশেষে গত বৃহস্পতিবার গভির রাতে আইয়ুব খানের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টায় ব্যার্থ হয়ে দাড়ালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে।
আহত মুসলেম মিয়া বলেন, ‘আমার প্রতিবেশি সুদন মিয়ার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে সময়ে অসময়ে কথা কাটাকাটি হতো তা এক সময়ে বড় আকার ধারণ করে। সে আমাকে মিথ্যা মামলা ও বিভিন্ন ভাবে হয়রানীর চেষ্টা করে ব্যার্থ হয়ে অবশেষে সে ঘরের বাহির থেকে ছিগল দিয়ে আটকিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। আমি টেরপেয়ে দরজা ভেঙ্গে বাহির হওয়ামাত্র সুদন ও তার দলবল আমাকে কুপিয়ে জখম করে আমার স্ত্রীর শীলতা হানির চেষ্টা করে। এবং ঘরে থাকা নগত টাকা ও স্বর্ণঅলংঙ্কার নিয়ে যায়।
অভিযোক্ত সুদন মিয়া মুঠো ফোনে বলেন, আমার প্রতিবেশির সাথে দির্ঘদিন যাবৎ বিরুদ আছে। কিন্তু তার বাড়িতে আমি বা আমার ছেলেরা আগুন দেয়নি।
মুরাদনগর থানার ওসি এমএন বদিউজ্জামান বলেন, মোসলেম মিয়ার স্ত্রী ফুলবরের নেছা থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।