শাহ আলম জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবী সংগঠন নোঙর’র প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস ২৩ মে’ কে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবি জানালেন সরকারের কাছে।
রবিবার বিকেলে নোঙরের কুমিল্লার মুরাদনগর উপজেলা কমিটির সাথে এক ভিডিও চ্যাটিং র মাধ্যমে নৌ নিরাপত্তা দিবসের গুরুত্ব তুলে ধরেন।
নোঙরের সভাপতি আলাপকালে বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। প্রাচীন কাল থেকেই নৌ পথে ব্যবসাবাণিজ্য সহ যাতায়াত করতো এ দেশের অধিকাংশ মানুষ। নৌ পথেই মাধ্যমে নৌশ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। বর্তমানে একদিকে নদী দূষণ অন্যদিকে নদী হারাচ্ছে তার গতিপথ।নাব্য সংকটে ভুগছে দক্ষিণাঞ্চলে নৌ পথগুলো। প্রায়ই নৌরুটে দুর্ঘটনা ঘটছে। নৌ পথে হাজার হাজার শ্রমিক কাজ করে কোনোরকমে পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছে। তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।
বর্তমানে করোনা দুৃর্যোগে নৌ শ্রমিকদের অবস্থা অত্যন্ত নাজুক। দু’মাস ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে।সরকারি সহায়তাও
মিলছে না। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কিংবা মালিকপক্ষ ঢাকা- নারায়ণগঞ্জ-রামচন্দ্রপুর চাঁদপুরের কিংবা বরিশাল শরিয়তপুর মাদারিপুরসহ নৌপথের সকল শ্রমিকদের জন্য পর্যাপ্ত সাহায্যের প্রয়োজন। ঢাকার বাইরে আটকে পড়া নৌশ্রমিকদের জীবন চলছে অনাহারে অর্ধাহারে। কুমিল্লার নৌবন্দর মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার লঞ্চঘাটে লকডাউনে নৌযান বন্ধ থাকায় আটকা পড়েছে লঞ্চএমভি মিশুর সারেংসহ ৮ জন শ্রমিক। ঢাকা- নারায়ন গঞ্জ রুটে মাত্র ৩টি লঞ্চ চলাচল করে।
দুই মাস হলো ওরা লঞ্চেই আছে। তাদের কাছে এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি সাহায্য সহায়তা না পৌঁছায় মানবেতর জীবন যাপন করছে। ঈদে পরিবার পরিজনের কাছেও টাকা পাঠাতে পারছেনা আটকে পড়া নৌশ্রমিকেরা। মিশু লঞ্চের সারেং রকিব হাসান এই দুর্দশাগ্রস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য সামনে কোনো পথ খুঁজে পাচ্ছে না।মালিক পক্ষ মাথাপিছু বেতন থেকে ২ হাজার টাকা প্রদান ছাড়া অন্য কোনো সাহায্য পায়নি।
ভিডিও চ্যাটিংকালে রামচন্দ্রপুর লঞ্চঘাটের সমস্যার কথা তুলে ধরেন অধ্যাপক আবদুল মজিদ কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ আলম।তিনি প্রাচীন এ জনপদের একটি বিখ্যাত নৌবন্দরের করুন চিত্র তুলে ধরেন। এখানে একটি প্রাচীন বাজার রয়েছে। ব্যবসায়ীরা সব মালামাল নৌপথে ঢাকা-নারায়নগঞ্জ কিংবা নরসিংদী থেকে আনা নেয়া করতো। এখন নৌপথ প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম। নৌপথ থেকে সড়ক পথেই মানুষ বেশি যাতায়াত করে। শ্রমিকেরা হয়ে পড়েছে কর্মহীন। ওদের জীবনের নিরাপত্তা এখন নেই বললেই চলে। ঝুঁকি নিয়ে নৌপথের নৌযান শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আজকের এদিবসটিকে ২৩শে মে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবি নোঙর সভাপতি সুমন শামস্’র
ন্যান্যদের মধ্যে কথা বলেন নোঙরের মুরাদনগর কমিটির অসিত বরণ সরকার শঙ্কর, এনামুল কবীর, সোহেল প্রমুখ। ২৩ মে ‘কে নৌ নিরাপত্তার দিবস ঘোষণার দাবি গুরত্বসহকারে সরকার অনুধাবন করবে বলে নোঙর সভাপতি সুমন শামস্’ দৃঢ় বিশ্বাস।এই আন্দোলনকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবার জন্য নোঙরের সকল সদস্যদের প্রতি আহবান জানান।