ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার ০৬ নং ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজন। ১৬ ডিসেম্বরের গৌরবোজ্জ্বল এই দিনে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে কঁচিকাঁচা শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছ্বাস ও দেশপ্রেমে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা করে। পরে তারা জনপ্রিয় দেশাত্মবোধক গান “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” পরিবেশন করে। গানের ছন্দে ছন্দে শিক্ষার্থীদের নৃত্য ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত অভিভাবক ও অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার ও সহকারী শিক্ষকবৃন্দ। পুরস্কার গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের চোখে-মুখে ফুটে ওঠে বিজয়ের অনাবিল আনন্দ ও আত্মগৌরব।

এ সময় বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবসের এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানজুড়ে কঁচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিজয় উল্লাস প্রমাণ করে, মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে শিক্ষাঙ্গনই হতে পারে সবচেয়ে শক্তিশালী ভিত্তি।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

আপডেট সময় ০৮:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার ০৬ নং ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজন। ১৬ ডিসেম্বরের গৌরবোজ্জ্বল এই দিনে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে কঁচিকাঁচা শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছ্বাস ও দেশপ্রেমে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা করে। পরে তারা জনপ্রিয় দেশাত্মবোধক গান “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” পরিবেশন করে। গানের ছন্দে ছন্দে শিক্ষার্থীদের নৃত্য ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত অভিভাবক ও অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার ও সহকারী শিক্ষকবৃন্দ। পুরস্কার গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের চোখে-মুখে ফুটে ওঠে বিজয়ের অনাবিল আনন্দ ও আত্মগৌরব।

এ সময় বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবসের এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানজুড়ে কঁচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিজয় উল্লাস প্রমাণ করে, মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে শিক্ষাঙ্গনই হতে পারে সবচেয়ে শক্তিশালী ভিত্তি।