রায়হান চৌধুরীঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সৈয়দ ছগীর আহাম্মদ সভাপতি ও সফিকুল ইসলাম সফিককে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নজরুল মিলনায়তনে সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
সমিতির সকল সদস্যদের উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, য পদে রয়েছেন, সহসভাপতি লুৎফুর রহমান, নজরুল ইসলাম ভুইয়া, হাবিবুর রহমান, আনোয়ারুল হক, যুগ্ম সাধারন সম্পাদক রাজীব মিত্র, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, নির্বাহী সদস্য আবদুস ছাত্তার, আজাদ হোসেন, জালাল উদ্দিন মির, কামরুল হাসান ভূইঁয়া, জাকির হোসেন, আকছির মিয়া।