মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
“ডিজিটাল বাজার ব্যবস্থাপনয় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্যকে সামনের রেখে জাতীয় জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করে মুরাদনগর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে র্যালী বের হয়। পরে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে পালন হয় জাতীয় ভোক্তা অধিকার দিবস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রহিম, শিক্ষা কর্মকর্তা এএনএম মাহবুব আলম, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউআরসি কর্মকর্তা দেলোয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজালের রহমান, নিরাপদ খাদ্য পরির্দশক খালেদ মাহমুদ, স্বাস্থ পরির্দশক আলমঙ্গীর হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মদ, যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাউছার ভূইয়া প্রমুখ।