ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ভ্রামম্যান আদালতের ৬০ হাজার টাক জরিমানা

আজিজুর রহমান রনি, বিশেষ প্র্রতিনিধিঃ

২৫ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ৩টি বেকারীকে ৬০ হাজার টাকা জারিমানাসহ সিলগালা করে ভ্রমম্যান আদালত ।

প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মনসুনর উদ্দিন ভ্রমম্যান আদালতের মাধ্যমে অভিযান চালার।জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের পাইয়ব গ্রামের সোলেমান মিয়ার মদিনা বেকারীকে ৩০ হাজার টাকা,  এমরান হোসেনের বিসমিল্লাহ্ বেকারীকে ২০ হাজার টাকা ও  যাত্রাপুর ইউনিয়নের শোলাপুকুরিয়া গ্রামেরমজিবুর রহমানের হাছান বেকারীকে ১০ হাজার টাকা জরিমানাসহ বেকারী ৩ টিকে ভ্রমম্যান আদালত সিলগালা করা হয়।

IMG_20150425_124915

এ ব্যাপারে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও উপজেলার নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মনসুনর উদ্দিন জানান, বেকারী গুলোর বিএসটিআই কর্তৃক কোন অনুমোদন না থাকা, খাবারে ক্ষতিকারক রং ও নোংরা পরিবেশের কারনে জরিমানাসহ সিলগালা করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভ্রামম্যান আদালতের ৬০ হাজার টাক জরিমানা

আপডেট সময় ০২:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫

আজিজুর রহমান রনি, বিশেষ প্র্রতিনিধিঃ

২৫ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ৩টি বেকারীকে ৬০ হাজার টাকা জারিমানাসহ সিলগালা করে ভ্রমম্যান আদালত ।

প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মনসুনর উদ্দিন ভ্রমম্যান আদালতের মাধ্যমে অভিযান চালার।জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের পাইয়ব গ্রামের সোলেমান মিয়ার মদিনা বেকারীকে ৩০ হাজার টাকা,  এমরান হোসেনের বিসমিল্লাহ্ বেকারীকে ২০ হাজার টাকা ও  যাত্রাপুর ইউনিয়নের শোলাপুকুরিয়া গ্রামেরমজিবুর রহমানের হাছান বেকারীকে ১০ হাজার টাকা জরিমানাসহ বেকারী ৩ টিকে ভ্রমম্যান আদালত সিলগালা করা হয়।

IMG_20150425_124915

এ ব্যাপারে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও উপজেলার নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মনসুনর উদ্দিন জানান, বেকারী গুলোর বিএসটিআই কর্তৃক কোন অনুমোদন না থাকা, খাবারে ক্ষতিকারক রং ও নোংরা পরিবেশের কারনে জরিমানাসহ সিলগালা করা হয়।