মনির হোসাইন, রায়হান চৌধুরী, সুমন সরকারঃ
কুমিল্লার মুরাদনগরে জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে লাইসেন্সবিহীন বোতলজাত পানি বিক্রি ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া ও রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় বিএসটিআই লাইসেন্স ছাড়া পানি বিক্রির দায়ে ‘জমজম ড্রিংকিং ওয়াটার’ এর মালিককে ৫,০০০ টাকা এবং ‘বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার’ কে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আরও আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করে তা ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “নিষিদ্ধ জালে বিপর্যয়ের মুখে দেশি মাছ” শিরোনামে দৈনিক ভোরের কাগজ-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে বাজারে অবাধে এসব জালের বেচাকেনা। এরই ধারাবাহিকতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দেশীয় ও বিপন্ন প্রজাতির মৎস্য রক্ষার্থে এসব চায়না দোয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি বিএসটিআই লাইসেন্স ছাড়া পানি বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।