সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার রানীমুহুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় ড্রেজার মালিক ও শ্রমিকরা।
জানা যায়, রানীমুহুরি গ্রামে কৃষি জমির মধ্যে ড্রেজার স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি কেটে আসছেন একই উপজেলার গাংকাটিয়া গ্রামের জলিল মিয়ার পুত্র জহির ও শুশুন্ডা গ্রামের দেলোয়ার। এতে পাশে থাকা জমিগুলো ড্রেজারের গভীর গর্তে বিলিন হয়ে যাচ্ছিল।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, আমরা নিয়মিত ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছি। তার প্রেক্ষিতে রানীমুহুরি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। আমরা চলমান ড্রেজার মেশিন দুটি জব্দ করি এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।