রায়হান চৌধুরী, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন গত ২০ মে গণবিজ্ঞপ্তি আদেশ জারি করে এতে নিত্যদ্রব্য ও মেডিসিনের দোকান ছারা সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি অভিষেক দাশ।
কিন্তু পরের দিন ২১ মে বৃহস্পতিবার আদেশে অমান্য করে বিভিন্ন বাজারের দোকানপাট খোলা থাকতে দেখা যায়।করোনা সংক্রমণ রোধকল্পে এই আদেশ কার্যকর করতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এবং সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
উপজেলা প্রশাসন সূ্ত্রে জানা যায়, কোম্পানিগঞ্জ বাজারে ৬টি, বাঙ্গরা বাজারে ৫টি, শ্রীকাইল বাজারে ৪টি এবং বিষ্ণুপুর বাজারে ২টিসহ একই দিনে মোট ১৭ টি দোকান খোলা রাখার দায়ে জরিমান করা হয়। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি দোকান থেকে মোট ৯৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা যায়, প্রসাসনের উপস্থিতি টের পেয়ে বিভিন্ন বাজারের অনেক ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে চলে যায়।
দুপুরে শ্রীকাইল বাজারে অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, নিত্য দ্রব্যের দোকান সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও ঔষুধের দোকান সন্ধা ৭ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া অন্য সকল দোকানপাট পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, এই আদেশ অমান্যকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযান অভ্যাহত থাকবে। প্রত্যেক বাজার কমিটি দোকানপাট বন্ধ রাখতে সকল কার্যকরী ভূমিকা পালন করতে হবে।বাঙ্গরা, বিষ্ণুপুর ও শ্রীকাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।