শামীম আহাম্মদ :
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ এ শ্লোগানকে সামনে রেখে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শনিবার দুপুরে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলী নুর বশির আহাম্মদ। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, উপ-সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান মজুমদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহাম্মদ ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় উপজেলা সদর ও আশ-পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
সভায় উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, ডেঙ্গু আমাদের দেশে ক্রমেই মহামারী আকার ধারণ করছে, সরকার ডেঙ্গুর মহামারী থেকে দেশবাসীকে রক্ষা করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যে কোনো মূল্যে মুরাদনগর বাসীকে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা করতে হবে। ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলার সকল জলাশয় এবং খাল বিলকে পরিচ্ছন্ন রাখতে হবে।
উপজেলা নির্বাহী অভিষেক দাশ বলেন, মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণকে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা করতে আমরা সবাই মিলে কাজ করব। ডেঙ্গুসহ জটিল এবং কঠিন রোগ মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই। সকলে মিলে সচেতন হলেই নানামুখী ভাইরাস থেকে নিজেরা মুক্ত থাকার পাশাপাশি সমাজসহ দেশ ও জাতিকে মুক্ত রাখতে পারব ইনশাল্লাহ। # #