ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে মস্তান শাহ্ (রঃ) এর ১৬১ তম ওরশ মোবারক শুরু

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে চির কুমার হযরত কাজী শাহ্ মোফাজ্জল হোসেন (রঃ) প্রকাশ্যে জমির শাহ্ মস্তান (রঃ)’এর ৩ দিনব্যাপি ১৬১ তম পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে।

আজ (২৮ জানুয়ারী) মাগরিব নামাজের পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ৩০ জানুয়ারী বাদ এশা বিশ্বওলী মস্তান শাহ্ এর রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে ওরশ উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে মস্তান শাহ্ এর রওজা শরীফ। দেশের বিভিন্ন জেলা থেকে আগতদের জন্য মস্তান শাহ্ এর বাড়ীর পুরো এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে। পুরো ভেন্যুর প্রবেশ পথে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, অসংখ্য পতাকা মাজার শরীফসহ সব স্থাপনায় নতুন করে রঙয়ের প্রলেপ, পর্যাপ্ত সফেদ এলইডি বাতি সব মিলিয়ে অপরুপ এক সাজে সজ্জিত মস্তান শাহ্ এর বাড়ী।

৩ দিনব্যাপি এ অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন, কে এম শারফিন শাহ্, আক্তার হোসেন মেম্বার, বাবুল শাহ্, হাজী আব্দুর রশিদ, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, আবুল খায়ের, হাসান শাহ্।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৩৬ দিনেও সন্ধ্যান মেলেনি মানসিক ভারসাম্যহীন পিংকির

মুরাদনগরে মস্তান শাহ্ (রঃ) এর ১৬১ তম ওরশ মোবারক শুরু

আপডেট সময় ০২:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে চির কুমার হযরত কাজী শাহ্ মোফাজ্জল হোসেন (রঃ) প্রকাশ্যে জমির শাহ্ মস্তান (রঃ)’এর ৩ দিনব্যাপি ১৬১ তম পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে।

আজ (২৮ জানুয়ারী) মাগরিব নামাজের পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ৩০ জানুয়ারী বাদ এশা বিশ্বওলী মস্তান শাহ্ এর রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে ওরশ উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে মস্তান শাহ্ এর রওজা শরীফ। দেশের বিভিন্ন জেলা থেকে আগতদের জন্য মস্তান শাহ্ এর বাড়ীর পুরো এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে। পুরো ভেন্যুর প্রবেশ পথে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, অসংখ্য পতাকা মাজার শরীফসহ সব স্থাপনায় নতুন করে রঙয়ের প্রলেপ, পর্যাপ্ত সফেদ এলইডি বাতি সব মিলিয়ে অপরুপ এক সাজে সজ্জিত মস্তান শাহ্ এর বাড়ী।

৩ দিনব্যাপি এ অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন, কে এম শারফিন শাহ্, আক্তার হোসেন মেম্বার, বাবুল শাহ্, হাজী আব্দুর রশিদ, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, আবুল খায়ের, হাসান শাহ্।