মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতি লি: এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুরে একটি বণার্ঢ্য র্যালি দারোরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন সমিতির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
র্যালি শেষে দারোরা হাইস্কুল মাঠে সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা তারু মিয়া, ইউপি সদস্য মমিনুল ইসলাম, নাজিম উদ্দিন, উপদেষ্টা শহিদুল্লাহ, সাবেক মেম্বার জহিরুল হক, সদস্য আব্দুল আউয়াল। সমাজ কর্মী আবুল কাশেমের উপস্থাপনায় র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মান্টু মিয়া, সদস্য আব্দুল আলীম ও সফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দারোরা বাজার মসজিদের খতিব মাওলানা জাকারিয়া। আলোচনা সভা শেষে দেশ জাতির শান্তি কামণা করে মোনাজাত করা হয়।