ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে মাথাগোঁজার ঠাঁই পাচ্ছে ২৫০ গৃহহীন পরিবার: কাজের অগ্রগতি দেখতে জেলা প্রশাসকের পরিদর্শন

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ উপহার হিসেবে জমিসহ পাকাঘর পাচ্ছে ২৫০ অসহায় ভূমিহীন ও গৃহহীন পারিবার। মাথা গোঁজার স্থায়ী আবাসন পেয়ে দারুণ খুশি এসব ভূমিহীন ও হতদরিদ্র সুবিধাভোগী পরিবারগুলো।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে নির্মাণাধীন ঘরগুলোর অগ্রগতি পরিদর্শন করেন। এসময় নির্মাণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ, জেলা সহকারি কমিশনার (গোপনীয়) মোঃ জিয়াউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হাই, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, আবদুল কাইয়ুম প্রমূখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে সরকারি খাস জমির ওপর ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক আবাস। অসহায় মানুষের মাঝে শুধু ঘর নয়, থাকছে রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। আগামি ৩০শে জুনের মধ্যে জেলা জুড়ে ১৮’শ ৮৬টি ঘর নির্মাণ হবে। যার মধ্যে মুরাদনগর উপজেলায় ২৫০টি ঘর নির্মাণ হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭২ হাজার টাকা।

অপরদিকে গত সোমবার দুপুরে নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
পরিদর্শনকালে সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। তাই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এসব ঘর নির্মাণ কওে দেওয়া হচ্ছে। ঘরগুলো ব্যবহারের উপযোগী হলেই, ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদেরকে দুই শতাংশ জমির রেজিস্ট্রি দলিলসহ এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে মাথাগোঁজার ঠাঁই পাচ্ছে ২৫০ গৃহহীন পরিবার: কাজের অগ্রগতি দেখতে জেলা প্রশাসকের পরিদর্শন

আপডেট সময় ০১:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ উপহার হিসেবে জমিসহ পাকাঘর পাচ্ছে ২৫০ অসহায় ভূমিহীন ও গৃহহীন পারিবার। মাথা গোঁজার স্থায়ী আবাসন পেয়ে দারুণ খুশি এসব ভূমিহীন ও হতদরিদ্র সুবিধাভোগী পরিবারগুলো।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে নির্মাণাধীন ঘরগুলোর অগ্রগতি পরিদর্শন করেন। এসময় নির্মাণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ, জেলা সহকারি কমিশনার (গোপনীয়) মোঃ জিয়াউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হাই, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, আবদুল কাইয়ুম প্রমূখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে সরকারি খাস জমির ওপর ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক আবাস। অসহায় মানুষের মাঝে শুধু ঘর নয়, থাকছে রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। আগামি ৩০শে জুনের মধ্যে জেলা জুড়ে ১৮’শ ৮৬টি ঘর নির্মাণ হবে। যার মধ্যে মুরাদনগর উপজেলায় ২৫০টি ঘর নির্মাণ হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭২ হাজার টাকা।

অপরদিকে গত সোমবার দুপুরে নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
পরিদর্শনকালে সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। তাই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এসব ঘর নির্মাণ কওে দেওয়া হচ্ছে। ঘরগুলো ব্যবহারের উপযোগী হলেই, ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদেরকে দুই শতাংশ জমির রেজিস্ট্রি দলিলসহ এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।