হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বনার্ঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী নূর বশির আহম্মেদ, মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক। আরো বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর দেলোয়ার হোসেন মৃধা, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, নাজমুল হক শিকদার, সায়মা সাবরিন ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ প্রমুখ। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেষ্ট তুলে দেওয়া হয়। আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কামাল্লা মাদরাসার ছাত্র মাসুম বিল্লাহ।