মাহবুব আলম আরিফঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ‘ চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ নির্মুলের লক্ষে গণসচেতনতা মুলক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের করিমপুর গ্রামে গণ সমাবেশের আয়োজন করেন প্রবাসী হাজী মানিক মিয়া।
আক্তার হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এ.কেএম মনজুর আলম।
উপজেলা শ্রমিকলীগের যুন্ম সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল খায়ের, উপজেলা সদর ইউপি সদস্য আক্তার হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মদ নাহিদ, সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম ছেনু, তাজুল ইসলাম, সামসুল হক, আবুল কালাম আজাদ, চন্দ্র জিৎ মজুমদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউপি মহিলা সদস্য ভিংরাজের নেছা মায়ার মা, উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আহসান হাবিব শামিম, শারফিন শাহ্, হাসান মিয়া, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মামুন, করিমপুর গ্রামের কৃতিসন্তান ক্যাপ্টেন দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানের প্রথমেই কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আবুল খায়ের।