মো: মোশাররফ হোসেন মনিরঃ
“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে কুমিল্লা মুরাদনগর উপজেলায় মাধ্যমিক শিক্ষায় অবদান ও বিভিন্ন বিষয়ে উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিতদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস সম্মাননা প্রদান করে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ূম খসরু।
মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ:শিক্ষক এ.এম.এম মজিবুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোসা: কৌহিনুর বেগম, শ্রীকাইল সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার, ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, কুড়ের পাড় কলেজের অধ্যক্ষ মনিরুল হক, বাইড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, বাঙ্গরা উমালচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, নবীয়াবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাও: বদিউল আলম, শুশুন্ডা মাদ্রাসার সুপার মাও: গিয়াস উদ্দিন, কামাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, আকব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বেগম, কোম্পানীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাও: আব্দুর রহিম প্রমুখ।