মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার মাধ্যামিক স্তরের গুণগত শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সভাপতি ম. রুহুল আমীন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম মনজুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহজাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনূর বেগম, উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তাজুল ইসলাম, উপজেলার বে-সরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি অধ্যক্ষ মাও: তাজুল ইসলাম, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার প্রমুখ।