শামীম আহম্মেদ, মুরাদনগর:
মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাই ডালিম মিয়া নামের এক যুবক খুন হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামে সোমবার দুপুরে নেশার টাকা না পেয়ে মাকে গালমন্দ করায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটে।
নিহত ডালিম মিয়া ওই গ্রামের মৃত হালিম মিয়ার ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
নিহতের মা জোস্না বেগম বলেন, আমার ছেলে প্রায়ই বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে টাকা নিতো। যখন জানলাম সে মাদকাসক্ত, তখন টাকা দেওয়া বন্ধ করে দেই। টাকা না পেলেই আমাকে বকাঝকা ও ঘরের আসবাবপত্র ভাংচুর করতো। সোমবার দুপুরে সে আমার কাছে টাকা চেয়ে না পেয়ে আমাকে গালমন্দ করে। এ সময় আমার ভাই আতশ আলীর ছেলে ফারুক মিয়া (৩২) তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে দৌড় দেয়। কিছু দূর গিয়ে মাটিতে পড়ে গেলে তার মাথা ফেটে যায়। এমতাবঅস্থায় তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
নিহতের মামাতো ভাই ফারুক মিয়া বলেন, ডালিম মিয়া যখন আমার ফুফু জোস্না বেগমকে গালমন্দ করে, তখন আমি শাসনের উদ্দ্যেশে লাঠি দিয়ে দুটি বারি মারলে সে দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে মাথা ফেটে যায়। তাৎক্ষনিক তাকে আমরা মুরাদনগর হাসপাতালে নিয়ে যাই।
আমিননগর গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, ডালিম মিয়া মাদকাসক্ত ছিল। শাসনের উদ্দেশ্যে তার মামাতো ভাই তাকে মারধর করে। অজ্ঞান অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পাওয়ার সাথে সাথেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এখনো পর্যন্ত (রাত ৮টা) নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।