ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে মার্কা নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের বাড়ি

আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ

চতুর্থ দফায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লার মুরাদনগর উপজেলার নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২২ ইউনিয়নের জনপদ সরগরম হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার মার্কা পেয়ে প্রার্থীদের তৎপরতা ও ব্যস্ততা বেড়েছে ব্যাপক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। মোট ১৪ জন প্রার্থীর মধ্যে দুইজন বিএনপি মাইন্ডের।

বাকিরা ক্ষমতাশীন দলের কোন না কোন পদ নিয়ে যার যার অবস্থানে গুরুত্ব বহন করছেন। যার ফলে ভোটের মাঠ গোছাতে সবাই তৎপর হয়ে ভোটারদের নজরে আসার টেষ্টা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর, (নৌকা) সাবেক যোবদল নেতা গোলাম কিবরিয়া সরকার (কাপ-পিরিচ)), সাবেক বিএনপি নেতা অধ্যক্ষ তসলিম উদ্দিন (আনারস), জাতীয় পার্টির নাজমা বেগম (নাঙ্গল)। স্থানীয় ভোটাররা কানাঘুষা করছেন, দলীয় মার্কা নৌকা ও কাপ-পিরিচের মধ্যে লড়াই হবে।

ভাইস চেয়ারম্যান পদে কেউ কেউ মার্কা পাওয়ার আগেই ব্যক্তি প্রচার প্রচারণায় সরব ছিলেন বেশ। গত বৃহস্পতিবার মার্কা পেয়ে সাত জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা হচ্ছেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীকাইল ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি আইনজীবী আবুল কালাম আজাদ তমাল (চশমা), কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (উড়োজাহাজ), উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল (তালা), উপজেলা বিআরডিভি’র চেয়ারম্যান আলী ইমাম রুবেল (বই), বাঙ্গরা বাজার থানার যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ নজরুল (টিউবয়েল), কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব রাজিব মুন্সী (টিয়া পাখি), ও ইউনিয়ন আ’লীগ নেতা মোহাম্মদ আলম (মাইক)। চশমা,তালা ও উড়োজাহাজ এই তিন মার্কার প্রার্থী ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন মার্কা পাওয়ার আগে থেকেই।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা (হাঁস),  কুলসুম হাসান মিতু (কলস), ও আসমা বেগম (পদ্মফুল)। ক্ষমতাশীন দলের অধিকাংশের পছন্দের মার্কা হাঁস।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুল হক শিকদার বলেন,অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে মার্কা নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের বাড়ি

আপডেট সময় ১২:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ

চতুর্থ দফায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লার মুরাদনগর উপজেলার নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২২ ইউনিয়নের জনপদ সরগরম হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার মার্কা পেয়ে প্রার্থীদের তৎপরতা ও ব্যস্ততা বেড়েছে ব্যাপক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। মোট ১৪ জন প্রার্থীর মধ্যে দুইজন বিএনপি মাইন্ডের।

বাকিরা ক্ষমতাশীন দলের কোন না কোন পদ নিয়ে যার যার অবস্থানে গুরুত্ব বহন করছেন। যার ফলে ভোটের মাঠ গোছাতে সবাই তৎপর হয়ে ভোটারদের নজরে আসার টেষ্টা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর, (নৌকা) সাবেক যোবদল নেতা গোলাম কিবরিয়া সরকার (কাপ-পিরিচ)), সাবেক বিএনপি নেতা অধ্যক্ষ তসলিম উদ্দিন (আনারস), জাতীয় পার্টির নাজমা বেগম (নাঙ্গল)। স্থানীয় ভোটাররা কানাঘুষা করছেন, দলীয় মার্কা নৌকা ও কাপ-পিরিচের মধ্যে লড়াই হবে।

ভাইস চেয়ারম্যান পদে কেউ কেউ মার্কা পাওয়ার আগেই ব্যক্তি প্রচার প্রচারণায় সরব ছিলেন বেশ। গত বৃহস্পতিবার মার্কা পেয়ে সাত জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা হচ্ছেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীকাইল ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি আইনজীবী আবুল কালাম আজাদ তমাল (চশমা), কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (উড়োজাহাজ), উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল (তালা), উপজেলা বিআরডিভি’র চেয়ারম্যান আলী ইমাম রুবেল (বই), বাঙ্গরা বাজার থানার যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ নজরুল (টিউবয়েল), কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব রাজিব মুন্সী (টিয়া পাখি), ও ইউনিয়ন আ’লীগ নেতা মোহাম্মদ আলম (মাইক)। চশমা,তালা ও উড়োজাহাজ এই তিন মার্কার প্রার্থী ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন মার্কা পাওয়ার আগে থেকেই।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা (হাঁস),  কুলসুম হাসান মিতু (কলস), ও আসমা বেগম (পদ্মফুল)। ক্ষমতাশীন দলের অধিকাংশের পছন্দের মার্কা হাঁস।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুল হক শিকদার বলেন,অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।