মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে যাত্রাপুর গ্রামের স্বস্তরের জনগন। মানববন্ধনে শহস্রাধীক নারী-পুরুষ অংশগ্রহন করে।
বৃহস্পতিবার দুপুরে যাত্রাপুর বাজারে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, যাত্রাপুর গ্রামের একটি কুচক্রিমহল প্রায় ১৭ বছর পূর্বের মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক ঘটনা সাজিয়ে রিনা বেগমকে ব্যবহার করে শহিদুল ইসলাম হুরন মিয়ার বড় ছেলে মামুন মিয়া রিনার সন্তানের বাবা হিসেবে দাবি করছে। যা মিথ্যা ও বানোয়াট। যা ১৭ বছর পূর্বে রিনা এ ঘটনার সাথে জড়িত হিসেবে তিন জনের নাম প্রকাশ করে ও আদালতের মাধ্যমে স্বীকার উক্তিও প্রধান করে, আজ কেন নতুন করে মামুনের নাম তুলা হচ্ছে। শুধূ মামুনকে সমাজে হেয় করার উর্দ্দেশেই আজ ১৭ বছর পর তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার নিন্দা জানান বক্তারা
সভায় বক্তব্য রাখেন, সুনিল কুমার ভট্টার্চয, র্মীজা আউলাদ হোসেন মাষ্টার, যাত্রাপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল সালাম সেলিম ভূইয়া, রফিকুল ইসলাম আরআই, সাবেক ইউপি সদস্য ফুল মিয়া, নজরুল ইসলাম, আব্দুল্লা আল স্বপ্ন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ননি গোল শীব, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আক্তার হোসেন ভূইয়া, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জহিরুল ইসলাম খোকন, র্মীজা মনিরুল হক, আব্দুল জলিল, র্মীজা বাসেদুল ইসলাম, হুমায়ন কবির সওদাগর, জোহরা বেগম, মায়ন বিবি, জামাল উদ্দিন সর্দ্দার, আনোয়ারা বেগম, খোরশেদা বেগম, ডলি আক্তার প্রমুখ।