আবুল খায়ের, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় নিরিহ যুবক সাদ্দাম হোসেনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে এলাকাবাসী।
শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ধনিরামপুর বাজারে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে এ কর্মসুচী পালন করে এলাকাবাসী।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা জানান, মুরাদনগর উপজেলার ধনিরামপুর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের পৈত্রিক ভিটাটি জোরপুর্বক বেদখল করার জন্য এলাকার একটি চক্র উঠে পড়ে লাগে। পরে গত ২৯ জুন গ্রামের মঙ্গল মিয়ার উপর যুবক সাদ্দাম হোসেন হামলা করেছে বলে মিথ্যা ঘটনা সাজিয়ে থানায় একটি মামলা দায়ের করে। এ মিথ্যা মামলা করে ওই নিরিহ যুবককে ফাসানোর ঘটনায় ফুঁসে উঠে এলাকার সর্বস্তরের লোকজন। এ সময় সাদ্দাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ ও অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মনিরুজ্জামান, রোশনারা বেগম, নুরজাহান, আনু মিয়া, শাহ আলম মিয়া, জাকির হোসেন, আব্দুর রহিম, গোলাম ফারুক, ফরিদুর রহমান, কামরুল হাসান, জয়নাল আবেদীন, ডা: আরিফুল ইসলাম, ডা: তাজুল ইসলাম, শামীম প্রমুখ।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে, তদন্ত চলছে, অভিযোগ প্রমানিত না হলে যুবক সাদ্দাম হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।