মো. নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় একশত দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আবদুর রশীদ মীর’র নামে তাহার উত্তরাধিকারিদের প্রতিষ্ঠিত ‘‘মরহুম আবদুর রশীদ মীর ফাউন্ডেশন’’।
শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পাকগাজীপুর ও পাজিরপাড় গ্রামের প্রায় একশত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫কেজি, আলু ২কেজি, ডাল ১কেজি, পেঁয়াজ ১কেজি, তৈল ১কেজি।
এসময় উপস্থিত ছিলেন, মীর ফরিদ উদ্দিন মাষ্টার, মীর হাসান ইকবাল মেম্বার, মীর ডাঃ রাশেদুল মোমেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন মীর জয়নাল আবেদীন, মীর জাকির মাষ্টার, ফরহাদ মেম্বার, গিয়াস উদ্দিন মাষ্টার, খলিলুর রহমান, আবদুল করিম সামমিয়া, জীবন সরকার, আল আমিন মুন্সী, সাইফুল ইসলাম সেলিম, সফিক মিয়া, জামান চৌধুরী প্রমুখ।