আবুল কালাম আজাদ ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগরে প্রয়াত এক মুক্তিযোদ্ধার ঘরবাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে উপজেলার রায়তলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের স্ত্রী মর্জিদা বেগম (৭৫) সহ ৪-৫ আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অভিযোগে জানা যায়, মোবাইল ফোন নিয়ে বাকবিতন্ডাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউপির চেয়ারম্যান আবুল হাশেমের ছেলে ইমরান, কামরুল, ও ইকবালসহ একদল সন্ত্রাসী উপজেলার রায়তলা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়ীতে হামলা চালায়। এ সময় মুক্তিযোদ্ধার বাড়ী ঘরসহ আশপাশের প্রায় ৫টি বাড়ীতে ভাংচুর ও তান্ডব চালায় সন্ত্রাসীরা। এতে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল হাশেম জানান, ভুল বোঝাবুজি থেকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা আগামী শুক্রবার দিন বসে বিষয়টি আপোষ মিমাংসা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, মোবাইল ফোন নিয়ে স্থানীয় যুবকদের মাঝে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, একজনকে আটক করে শুক্রবারে আপোষ মিমাংসা বিচারের আশ্বাসে ছেড়ে দিয়েছি। তবে এ নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।