ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ১২৭তম ইসলামী মহা সম্মেলন

মো: মোশাররফ হোসেন মনির:

কুমিল্লা মুরাদনগর উপজেলার অন্যতম প্রচীন দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ১২৭তম ইসলামি মহা সম্মেলন।

রবিবার বিকেলে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত ১২ টায় বিশেষ করে মিয়ানমারে নির্যাতিত মুসলামন ভাই ও বোনসহ বিশ্বের মুসলীম জাহানের দোয়া চেয়ে আখেরী মুনাজেতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। এ সমাবেশে দূর-দূরান্তের হাজার-হাজার মুসল্লীর সমাগম হয়।

মাদ্রাসার সদর শায়খুল হাদিস আল্লামা আব্দুল লতিফ দা.বা. এর সভাপতিত্বে ও অত্র মাদ্সার শিক্ষক মাও: আবুল হাছান সঞ্চালনা সম্মেলনে দ্বীনি শিক্ষার আলোচনা করেন সিলেট মাদ্রাসায়ে নূরে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক খতীবে আযম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা., ঢাকার মুহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক দা.বা, ঢাকা উত্তরা গাউছুল আজম জামে মসজিদের খতিব মাও: খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দা.বা, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসার দারুল উলুম মাও: মুফতি মুস্তাকুন্নবী দা.বা, বি-বাড়িয়া জেলার কসবার কুটি চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: গাজী ইয়াকুব উসমানী দা.বা, অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আমজাদ হোসেন, মাও: মাজহারুল ইসলাম কাষেমীসহ দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ছাত্র আন্দেলনে আহতদের হাসপাতালে দেখে উপদেষ্টারা প্রতিদিন অফিসে যাওয়া উচিত –কায়কোবাদ

মুরাদনগরে মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ১২৭তম ইসলামী মহা সম্মেলন

আপডেট সময় ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
মো: মোশাররফ হোসেন মনির:

কুমিল্লা মুরাদনগর উপজেলার অন্যতম প্রচীন দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ১২৭তম ইসলামি মহা সম্মেলন।

রবিবার বিকেলে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত ১২ টায় বিশেষ করে মিয়ানমারে নির্যাতিত মুসলামন ভাই ও বোনসহ বিশ্বের মুসলীম জাহানের দোয়া চেয়ে আখেরী মুনাজেতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। এ সমাবেশে দূর-দূরান্তের হাজার-হাজার মুসল্লীর সমাগম হয়।

মাদ্রাসার সদর শায়খুল হাদিস আল্লামা আব্দুল লতিফ দা.বা. এর সভাপতিত্বে ও অত্র মাদ্সার শিক্ষক মাও: আবুল হাছান সঞ্চালনা সম্মেলনে দ্বীনি শিক্ষার আলোচনা করেন সিলেট মাদ্রাসায়ে নূরে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক খতীবে আযম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা., ঢাকার মুহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক দা.বা, ঢাকা উত্তরা গাউছুল আজম জামে মসজিদের খতিব মাও: খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দা.বা, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসার দারুল উলুম মাও: মুফতি মুস্তাকুন্নবী দা.বা, বি-বাড়িয়া জেলার কসবার কুটি চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: গাজী ইয়াকুব উসমানী দা.বা, অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আমজাদ হোসেন, মাও: মাজহারুল ইসলাম কাষেমীসহ দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনেন।