রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জনস্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আইন–শৃঙ্খলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান নেতৃত্বে পরিচালিত এই অভিযানে খাদ্য নিরাপত্তা, লাইসেন্সবিহীন ব্যবসা এবং মাদক সেবনসহ চারটি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মুরাদনগর–হোমনা সড়কের একটি মৎস্য খাদ্যের দোকান লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হওয়ায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়। বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ নবীপুর গ্রামের বি–বাড়িয়া বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী গাঁজা সেবনের অপরাধে এক মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আরেকটি বেকারিতে খাদ্য নিরাপত্তা লঙ্ঘন যাত্রাপুর মাতৃভাণ্ডার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ৪টি মামলা নিষ্পত্তি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, ১ জনের কারাদণ্ড ও জরিমানা: ২৫,১০০ টাকা আইন প্রয়োগে প্রশাসনের কঠোর অবস্থান।
অভিযান পরিচালনায় মাঠ পর্যায়ে সহযোগিতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ এবং মুরাদনগর থানার পুলিশ বাহিনী।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই অভিযান নিয়মিতভাবে চালানো হবে। নিরাপদ খাদ্য ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 


















