রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার উচ্ছেদ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রশাসন একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করে এবং প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ করে।
এছাড়া চাপিতলা বাজারের জামান বেকারিতে উৎপাদিত পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাবলিক প্লেসে ধূমপান করায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 

















