শামীম আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) থেকে:
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া মধ্যপাড়া নজরুল ইসলাম ভুইয়ার প্রদর্শণী পুকুর পাড়ে এক মাঠ দিবস বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা: মাকসুদ আলম।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মৎস্য সম্প্রারণ কর্মকর্তা দিদারুল আলম। মাঠ দিবসে বক্তারা বৈজ্ঞানিক পদ্ধতীকে গুরত্ব দিয়ে পুকুর পর্যবেক্ষণ করার জন্য উপস্থিত চাষী ও জেলেদের প্রতি উদাত্ব আহবান জানানো হয়। তাহলেই দেশে মাছের ঘাটতি পূরণ করে বিদেশেও রপ্তানী করা যাবে।
এতে দেশে বৈদেশিক মূদ্রা অর্জিত হবে।অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শাহপরান, মোস্তফা কামাল, অফিস সহকারী রিমন চন্দ্র দাস, মৎস্য চাষী মনির হোসেন ও ফোরকান উদ্দিন প্রমুখ।