মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা ও উপজেলা সেচ্ছাসেবক যুগ্ম-আহ্বায়ক এনামুল হক ও সেচ্ছাসেবকদলের নেতা ও কায়কোবাদ ফোরাম অনলাইনের সহ-সভাপতি বিল্লাল হেসেনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
বুধরাতে উপজেলা সদরের উত্তরপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, সদর এলাকার উত্তর পাড়া যুবদল নেতা মাসুদ রানার বাড়িতে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রোকন ও হানিফের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত সাড়ে ৮টায় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর মাসুদ রানা অসুস্থ হয়ে পরলে চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে(কুমেক) প্রেরন করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, আটকৃত মাসুদ রানার বিরুদ্ধে এক ডজন ও এনামুল হকের বিরুদ্ধে ৭টি বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি মামলা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।